alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

খুলনা- ৪ আসনের উন্নয়ন প্রচারণায় জেলা আওয়ামী লীগ নেতা বাচ্চু

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১১ এএম

খুলনা- ৪ আসনের উন্নয়ন প্রচারণায় জেলা আওয়ামী লীগ নেতা বাচ্চু

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনা- ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সর্বদা খুলনা- ৪ আসনের রূপসা, দিঘলিয়া ও  তেরখাদার মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন।

রাজনৈতিক সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়াসহ লিফলেট বিতরণ, গণসংযোগ, আলোচনা ও সভা সমাবেশে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে নিজের প্রার্থীতার শক্ত অবস্থানের জানান দিচ্ছেন।তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ধানখালী এবং সাচিয়াদাহ ইউনিয়নের পাতলা, সাচিয়াদাহ বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খান সেলিম আহমেদ, লিয়াকত আলী, সমীর কুমার ঢালী, সজল খান, মোল্লা জুবায়ের হোসেন, এস এম মিলটন, আজার আলী, শেখ ফারুকুজ্জামান, মোঃআরিফমুন্সী, হাওয়াজান বেগম, মোল্লা জাহাঙ্গীর, মীরলাভলু , মোঃআকরাম হোসেন ,শেখমাহবুব হোসেন পাবলু, বাবু অনাদি মোহন বিশ্বাস, বিএম সমির উদ্দিন, দিলীপ কুমার বিশ্বাস, জয়ন্ত কুমার বিশ্বাস, পঙ্কজ কুমার বিশ্বাস, আজমির মোল্লা , খালিদ মোল্লা, আবুল কালাম আজাদ, আক্তার ,ইকবাল মাসুদ, আবির হোসেন হৃদয়, মোঃ সুমন শেখ, মাহফুজ, মৃদুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

X