তেরখাদা প্রতিনিধি:
খুলনা-৪ আসনের এমপি বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ ও স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্র কে সমুন্নত ভাবে তুলে ধরতে সারা পৃথিবীর ন্যায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর সেই কারণেই সরকারি বেসরকারি চাকুরী ব্যবসা-বাণিজ্য শিক্ষা সকল ক্ষেত্রে নারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ সহজ থেকে সহজতর করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নারী শক্তির ক্ষমতায়নের ফলে দেশ আর্থসামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে দুর্বার গতিতে। শেখ হাসিনা সরকারের আমলে নারীদের জীবনমান উন্নয়ন হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গতকাল শনিবার দুপুর একটার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাবেক মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও শেখ তবিবুর রহমান, ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলী শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃকামরুল ইসলাম, প্রধান শিক্ষক হোসনে য়ারা চম্পা, ইমাম হোসেন বাবু,জিল্লুর রহমান নান্নু, শেখ মোঃআনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হুসাইন আহমেদ ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মেম্বার তারিকুল ইসলাম, শারাফাত হোসেন, সাবেক মেম্বার তোফায়েল আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য এদিন তিনি উপজেলার মধুপুর ইউনিয়নে আতাই নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে জিওব্যাগ ফেলানো কার্যক্রম ও তেরখাদা শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং অসহায় দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদে মাঝে হুইল চেয়ারসহ নানা উপকরণ সামগ্রী বিতরণ করেন।