নিউজনাউ ডেস্ক: ‘সুড়ঙ্গ’র সিনেমার ‘মাসুদ’ চরিত্রটি এখনো সবার মুখে মুখে। ব্যাংক লুটের চরিত্রে অভিনয় দিয়ে যেমন তাক লাগিয়ে দিয়েছেন আফরান নিশো। তেমনি খোলস পাল্টে এবার আইনজীবী হয়ে ‘রেজা’ চরিত্রে ধরা দেবেন এই অভিনেতা। ‘সাড়ে ষোল নামের এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে ওটিটি মাধ্যম হইচই বাংলাদেশ থেকে।
গতকাল রবিবার সিরিজটির একটি লুক প্রকাশ করেছে হইচই কর্তৃপক্ষ। এতে আইনজীবীর বেশে দেখা গেছে নিশোকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটা রাত, একটা হোটেল আর একটা নম্বর- 16.5!’
এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘রেজা অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসাবে দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অপেক্ষা করছি।’
ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’র পরিচালক ইয়াসির আল হক বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি ওটিটিতে অভিষেকের জন্য হইচই’র সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আসলে কোন শব্দই আমার এই উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না।’
এদিকে ঈদে ২৮ হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এতে ব্যাংক লুটেরার চরিত্রে দেখা গেছে নিশোকে। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী।
নিউজনাউ/কেআই/২০২৩