চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় সিমেন্টবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষে দুজন নিহত ও এসম আরও ছয় জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ঘন্টা দুয়েক যান চলাচল বন্ধ ছিল। এসম সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হয়। পরে ঘঠনাস্থলে পুলিশ আসলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরগাহ গেইটের দক্ষিণ পূর্ব পাশে সিমেন্ট বোঝাই গাড়িটি দাড়িয়ে ছিল হঠাৎ কক্সবাজারগামী বিছমিল্লাহ পরিবহণের একটি বাস ট্রাকটিকে পিছন থেকে এসে জোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে কয়েকজন যাত্রী মারাত্বক আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিক নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও হতাহত অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি। নিহত টিপু সোলতান (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামননগর ইউনিয়নের বাসিন্দা জামাল মিয়ার ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, ‘সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ি দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছালে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসে থাকা দুই জন নিহত ও ছয় জন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। মৃতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজনাউ/পিপিএন/২০২৩