alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

'প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে'

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৩, ১১:৩০ পিএম

'প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে'

নিউজনাউ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সতর্ক থাকেন তিনি। সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললে মুখ বন্ধ রাখেন কিংবা এড়িয়ে যান। এবার এই তারকা জানালেন, ভালোবাসার মানুষ চলে গেলেও প্রেম কখনও চলে যায় না।

তাই বলে ভাববেন না ব্যক্তিজীবনের খবরাখবর নিয়ে হাজির হয়েছেন মেহজাবীন। ‘আমি কী তুমি’ নামের একটি ওয়েব সিরজে যুক্ত হয়েছেন এ তারকা। ওই পোস্টারের ছবির ক্যাপশনে এ কথা লিখেছেন তিনি।

মেহজাবীন লিখেছেন, প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলে ও এই প্রেম কখনো চলে যায় না

এর আগে সিরিজটির ফার্স্টলুক প্রকাশ করে নেটিজেনদের চমকে দিয়েছিলেন মেহজাবীন। সেখানে দেখা গেছে, তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে। ক্যাপশনে লিখেছিলেন, “আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।”

জানা গেছে ‘আমি কী তুমি’ নামের এই ওয়েব সিরজের সাতটি পর্ব থাকবে। এতে তিথি নামের চরিত্রে অভিনয় করবেন মেহজাবিন।

মেহজবীনের ওটিটি যাত্রা শুরু হয়েছিল রেডরাম ওয়েব ফিল্মের মাধ্যে। এরপর আরও দুটি ওয়েব কনটেন্টে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন তিনি। ওটিটিকেই লক্ষ্য হিসেবে নিয়েছেন। ফলে নাটক থেকেও নিয়েছেন আড়াল।

নিউজনাউ/কেআই/২০২৩
 

X