alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

রাশিয়া ‘দুর্বল জায়গায়’ আক্রমণ করতে চায় ন্যাটোর

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩, ১২:০৭ এএম

রাশিয়া ‘দুর্বল জায়গায়’ আক্রমণ করতে চায় ন্যাটোর

নিউজনাউ ডেস্ক: রাশিয়া ন্যাটোর ‘দুর্বল জায়গা’ খ্যাত সুওয়ালকি করিডোরে আক্রমণ করতে চায়। এই হামলার জন্য রাশিয়া বেলারুশে অবস্থানরত ওয়াগনারের ভাড়াটে সৈন্যদের ব্যবহারের পরিকল্পনা করতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।

পুতিনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, একজন শীর্ষ রুশ সংসদ সদস্য রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘রাশিয়ার ভাড়াটে বাহিনী যেকোনো মুহূর্তে সুওয়ালকি করিডোরে আক্রমন করতে প্রস্তুত।

৯৬ কিলোমিটার বিস্তৃত সুওয়ালকি গ্যাপ বা সুওয়ালকি করিডোর ন্যাটোর 'অ্যাকিলিস হিল' বা ‘সফট আন্ডারবেলি' বা দুর্বল স্থান হিসেবে সুপরিচিত। পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে সীমান্তের কম জনবসতিপূর্ণ এলাকা এটি। উত্তর-পশ্চিম বেলারুশ থেকে রাশিয়ার বাল্টিক এক্সক্লেভের কালিনিনগ্রাদের দক্ষিণ-পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত।

সুওয়ালকি গ্যাপ, সুওয়ালকি করিডোর নামেও পরিচিত একটি কম জনবহুল এলাকা। পোল্যান্ডের সুওয়ালকি শহরের নামানুসারে এর নামকরণ করা হয়। এই রুদ্ধদ্বারটি পোল্যান্ড এবং বাল্টিক রাজ্যগুলো ন্যাটোতে যোগদানের পর থেকে অত্যন্ত কৌশলগত এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে।

পশ্চিমা দেশগুলোর জন্য এই করিডোর তিনটি বাল্টিক প্রজাতন্ত্রের (লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া) একমাত্র সংযোগস্থল। অন্যদিকে রাশিয়া এই করিডোরের দখল নিলে এটি পুতিনের বাল্টিক ফ্লিটের প্রধান ঘাঁটি এবং ক্রেমলিনের মিত্র বেলারুশের মূল ঘাঁটি কালিনিনগ্রাদের সাথে সংযোগস্থলে পরিণত হবে।

 

নিউজনাউ/জব/২০২৩

X