নিউজনাউ ডেস্ক: কুয়েতে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস, গরম অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাই সরাসরি সূর্যের আলোর নিচে বা উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজের ক্ষেত্রে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর আইন অমান্য করে শ্রমিকদের কাজে বাধ্য করলে কোম্পানিকে গুনতে হবে বড় অংকের জরিমানা।
কুয়েতে এখন মধ্যরাতেও তাপমাত্রা থাকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে, আর দিনে যেন ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতেই চায় না। যদিও অনেক সময় এসব উপেক্ষা করেই কাজ করতে হয় প্রবাসীদের।
তবে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে কুয়েত সরকার প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সরাসরি সূর্যের আলোর নিচে উন্মুক্ত স্থানে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এই তিন মাস দেশটির বিভিন্ন কর্মস্থান পরিদর্শন করেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
যদি কেউ আইন অমান্য করে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে তাহলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে থাকে শাস্তিমূলক ব্যবস্থা।
এদিকে কুয়েত আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, চলতি সপ্তাহে কুয়েতের আবহাওয়া অত্যন্ত গরম থাকবে এবং উচ্চ আর্দ্রতার পাশাপাশি প্রতি ঘণ্টায় ২০ থেকে ৫৫ কিলোমিটার বেগে ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে।
নিউজনাউ/কেআই/২০২৩