alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশের কাছে পদযাত্রার অনুমতি পায়নি বিজেপি

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ১২:০৬ এএম

পুলিশের কাছে পদযাত্রার অনুমতি পায়নি বিজেপি

নিউজনাউ ডেস্ক: বুধবার বিজেপিকে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দুদিন আগেই কলকাতায় পদযাত্রা করার অনুমতি দিলো না পুলিশ।

পঞ্চায়েত ভোটে হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই মিছিল হওয়ার কথা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত। দুটি মিছিল হাওড়া ও শিয়ালদহ থেকে এসে কলেজ স্ট্রিট এর কেন্দ্রীয় মিছিলে মিলবে এবং পদযাত্রা কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে তৃণমূল কংগ্রেস এর শহীদ মঞ্চের সামনে শেষ হবে।

মিছিলে থাকবে- সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর।

পুলিশ শান্তি ভঙ্গের আশঙ্কায় আগামী ২১ জুলাই এর শহীদ সমাবেশের আগে এই পদযাত্রার অনুমতি দিতে চায়নি। তবে পুলিশের অনুমতি ছাড়াই মিছিল করতে বদ্ধপরিকর বিজেপি। পুলিশ শেষ মুহূর্তে অনুমতি দিলে কিংবা বিনা অনুমতিতে মিছিল করার প্রস্তাব বিজেপি বাতিল করলেই একমাত্র অশান্তি এড়ানো সম্ভব।

 

তবে আশা করা যাচ্ছে এই অবস্থায় দুটোই অসম্ভব।

নিউজনাউ/জব/২০২৩;

X