alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ফুটবলের আঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩, ০৭:১৮ পিএম

মিরসরাইয়ে ফুটবলের আঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবলের আঘাতে আহত হওয়ার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সিফাত (১৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

এর আগে গত ১৪ জুলাই পাড়ার সহপাঠিদের সাথে মিরসরাই বিসিক মাঠে ফুটবল খেলার সময় ঘাঁড়ে বলের আঘাত পেয়ে সে আহত হয়। মোহাম্মদ সিফাত মিরসরাই পৌরসভার ৪ নন্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহান সাজুর ছেলে। সে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল।

মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইকরামুল হক জানান, মোহাম্মদ সিফাত ফুটবল খেলার সময় ফুটবলের আঘাতে আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সে মারা যায়। সিফতা ছাত্র হিসেবে ভালো ছিল। 

বুধবার দুপুরে তাদের নিজ বাড়ির দরজায় জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। 

নিউজনাউ/জেআর/২০২৩

X