নিউজনাউ ডেস্ক: আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ জন।
বুধবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তামানসারেতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের শহর তামানসারেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে একটি বাস এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর বিস্ফোরণ হয়। সে সময় আগুনে দগ্ধ হয়ে ৩৪ জন যাত্রী মারা গেছেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
আলজেরিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়। সরকারি হিসাব বলছে, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৯০৭ জন নিহত হয়েছেন।
নিউজনাউ/জব/২০২৩