চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) নগরের খুলশী থানায় মামলা দুটি দায়ের করা হয়।
আওয়ামী লীগের কর্মী আরিফুল ইসলাম ও খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ খান মামলা দুটি দায়ের করেন।
আওয়ামী লীগের কর্মী আরিফুল ইসলাম বাদী হয়ে করা মামলায় নগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
অপরদিকে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ খান বাদী হয়ে করা মামলায় ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়।
এর আগে বুধবার (১৯ জুলাই) বিকেলে নগরের লালখানবাজার এলাকায় মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। পদযাত্রা কর্মসূচি থেকে বিএনপি নেতাকর্মীরা এ হামলা করে। ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ঘটনার পরপরই খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে মহানগর বিএনপির কার্যালয়ে হামলা করে। এসময় কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয়। এরপর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কার্যালয়ের সামনের সড়কে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, লালখান বাজার এলাকায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিউজনাউ/এইচকে/পিপিএন/২০২৩