নিউজনাউ ডেস্ক: ভারতের বেঙ্গালুরু থেকে রাজধানী দিল্লিতে ফেরার পথে মাঝ আকাশে খারাপ আবহাওয়ার কারণে বিপদের মুখে পড়েছিলো সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর প্লেন। এর ফলে প্লেনটিকে মধ্য প্রদেশের ভোপালে জরুরি অবতরণ করানো হয়।
৭৬ বছর বয়সী সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার কথা জানতে উদগ্রীব হয়ে পড়েছিলেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এরপর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মায়ের একটি ছবি পোস্ট করেন রাহুল।
জরুরি অবতরণের সময় প্লেনের ভেতর তোলা সোনিয়া গান্ধীর ছবিতে তাকে দেখা যায় অক্সিজেন মাস্ক পড়া অবস্থায়। রাহুল ক্যাপশনে লেখেন, ‘আমার মা, যিনি সর্বদা প্রাণচঞ্চল থাকেন, তাকে ওই মুহূর্তে একটু উদ্বিগ্ন দেখাচ্ছিল।’ তবে সূত্রের খবর নিরাপদেই প্লেন থেকে নামেন মা ও ছেলে।
প্লেনটি জরুরি অবতরণের সময় নিঃশ্বাসের সমস্যা হওয়ায় সোনিয়া গান্ধীর কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন পড়েছিল। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়ে যায়। রাহুলের ওই পোস্টে ইতোমধ্যেই লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা বয়ে গেছে।
মধ্য প্রদেশের এয়ারপোর্ট ডিরেক্টর রামজি অয়স্তি দাবি করেন, অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণ করানো হয় প্লেনটি। এটি জরুরি অবতরণ নয়। যান্ত্রিক ত্রুটির কারণেই প্লেনটিকে নামিয়ে আনা হয় বলে দাবি তার।
গত সোমবার বেঙ্গালুরু গিয়েছিলেন সোনিয়া গান্ধী। সঙ্গে ছিলেন ছেলে রাহুল। সেখানে একটি পাঁচতারা হোটেলে বিরোধী দলের নেতা-নেত্রীদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। সেখানে তার আমন্ত্রণে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদবসহ নামকরা নেতারা।
এরপর মঙ্গলবার ২৬টি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মেগা জোটের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ইউপিএ সরিয়ে এই জোটের নতুন নাম দেওয়া হয় ইন্ডিয়া।
নিউজনাউ/কেআই/২০২৩