alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিশেষ সাক্ষাৎকার

আমি এখন সবার প্রিয়তমা: ইধিকা পাল

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৩, ১০:৫৮ এএম

আমি এখন সবার প্রিয়তমা: ইধিকা পাল

কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এবার ঈদে শাকিব খানের সাথে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছে তার। বর্তমানে কলকাতায় আছেন এই অভিনেত্রী। তিনি কলকাতা থেকে মুঠোফোনে নিউজনাউ২৪কে জানালেন প্রিয়তমা সিনেমায় তার কাজের অভিজ্ঞতার গল্প। সাক্ষাৎকার নিয়েছেন খন্দকার ইসতিয়াক....

নিউজনাউ: কেমন আছেন?

ইধিকা: আমার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’র অভাবনীয় সাফল্য দেখে খুব ভালো আছি। চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। এখানে বসেও মনে হচ্ছে বাংলাদেশে আছি। সিনেমা হলে হলে ঘুরে দর্শকের সাথে আনন্দ-উল্লাস করার মুহূর্তগুলো খুব মিস করছি।

নিউজনাউ: কলকাতার পাশাপাশি বাংলাদেশ দর্শকদের কাছে প্রিয়তমা হয়ে উঠেছেন। কেমন লাগছে এ ব্যাপারটি?

ইধিকা: এ অনুভুতিটা আমি বুঝিয়ে বলতে পারবো না। সবাই আমাকে প্রিয়তমা বলে ডাকছে। এমন মনে হচ্ছে যেনো আমিই সবার প্রিয়তমা। বাংলাদেশে সবজায়গাতেই আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে এ প্রাপ্তিটা আমার কাছে অমূল্য।

No description available.

নিউজনাউ: ‘প্রিয়তমা’ বড়পর্দায় তো দেখা হয়নি। বাংলাদেশে আসা হবে কি?

ইধিকা: পোস্ট প্রডাকশনের সময় সিনেমাটির কিছু অংশ দেখেছিলাম। তবে সিনেমা হলে গিয়ে দেখার তর সইছে না। এ মুহূর্তে বাংলাদেশে গিয়ে দেখবো সেই উপায়ও নেই। বেশ কিছু কাজ আছে আমার। সিনেমাটি কলকাতায় এসেছে। পরিবার-বন্ধুদের নিয়ে দেখবো। তবে এটি যদি সম্ভব না হয় তাহলে আমি খুব শিগগিরই ঢাকায় যেয়ে ফ্যামিলিসহ সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবো।

No description available.

নিউজনাউ: সুপারস্টার শাকিব খানের সাথে কাজ করার অভিজ্ঞতা জানতে চাই...

ইধিকা: শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার। সেটি জেনেই কাজ করতে গিয়েছিলাম। কিন্তু শাকিবের সিনেমা ঘিরে এত উন্মাদনা হয় কখনো ভাবতে পারিনি। এত বড় অভিনেতার সাথে কাজ করার অনুভূতিটা সত্যিই অসাধারণ। একে তো এটি আমার প্রথম সিনেমা, আবেগটা অন্যরকম। তার ওপর শাকিব খানের নায়িকা হয়ে বাংলাদেশে অভিষেক, সবকিছুই আসলে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। আমি বলতে চাই, শুধু শাকিব নন, প্রিয়তমার পুরো টিমটাই অসাধারণ ছিল। এছাড়া কাজ করতে যেয়ে দেখেছি নায়ক শাকিব খান অনেক সাপোর্টিভ, ফ্রেন্ডলি।

No description available.

নিউজনাউ: ‘প্রিয়তমা’ সিনেমার গানগুলোর মধ্যে আপনার প্রিয় গান কোনটি?

ইধিকা: ‘প্রিয়তমা’ সিনেমার সব গানই আমার ভীষণ ভালো লেগেছে। তবে প্রিন্স মাহমুদের সুরে রিয়াদের কন্ঠে ‘ঈশ্বর’ গানটি নিয়ে অনেক প্রশংসা চোখে পড়েছে। আমার কাছের মানুষরা অনেকেই এ গানের কিছু লাইন অসাধারণ বলেছেন।

No description available.

নিউজনাউ: বাংলাদেশ নিয়ে কিছু বলুন...

ইধিকা: বাংলাদেশে কাজের পরিবেশ ছিলো এক কথায় অসাধারণ। এর বাইরে আমি নিজের দেশের মতোই বাংলাদেশকে দেখেছি। একই রকম মানুষ, ভাষা, খাদ্যাভ্যাস, পরিবেশ, বাজার। মনে হয় না অন্য কোথাও আছি। খুব অতিথিপরায়ণ বাংলাদেশের মানুষ। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি।

নিউজনাউ/জব/২০২৩

X