নিউজনাউ ডেস্ক: রাশিয়া আগামী পহেলা আগস্ট থেকে চালু করতে যাচ্ছে ইলেকট্রনিক ভিসা। ৫২ টি দেশের নাগরিকরা ই-ভিসা চালু হলে ৪ দিনের মধ্যে ই-ভিসা পেতে সক্ষম হবেন।
বৃহস্পতিবার ( ২০ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছেন এটি।
৫২টি দেশের নাগরিকরা আগামী পহেলা আগস্ট থেকে চার দিনের মধ্যে একটি ইলেকট্রনিক ভিসা পেতে সক্ষম হবেন। মন্ত্রণালয় তার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ইলেকট্রনিক ভিসা পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদনের ভিত্তিতে উক্ত ভিসা জারি করা হবে।
ইলেকট্রনিক ভিসা বিদেশিদের রাশিয়ান ফেডারেশনে একবার প্রবেশ করতে দেয় এবং অতিথি, ব্যবসায়ী, দর্শনার্থী কিংবা পর্যটক হিসেবে বা বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, আর্থ-রাজনৈতিক, অর্থনৈতিক বা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী হিসাবে থাকতে দেয়। ভিসাটি ৬০ দিনের জন্য বৈধ। এই সময়ের মধ্যে একজন বিদেশি নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারে এবং প্রবেশের তারিখ থেকে ১৬ দিন পর্যন্ত থাকতে পারে।
এই ধরনের ভ্রমণ নথি (ভিসা) আকাশপথ, স্থলপথ এবং নৌ-যানসহ কোনো পরিবহন ছাড়াও রাশিয়ায় প্রবেশের জন্য বৈধ হিসেবে বিবেচিত হবে। ইলেকট্রনিক ভিসা যাচাই করার জন্য সীমান্তে ৯২টি পয়েন্ট সজ্জিত করা হয়েছে।
নিউজনাউ/জব/২০২৩