alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

আগের নায়িকারা কিন্তু শাকিবের বাচ্চার মা হননি: রত্না

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৩, ০৪:৫০ পিএম

আগের নায়িকারা কিন্তু শাকিবের বাচ্চার মা হননি: রত্না

নিউজনাউ ডেস্ক: সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অপু বিশ্বাসের একটি ভিডিও ফুটেজ। যে ভিডিওতে অপু জানিয়েছেন, শাকিব খান নাম জুড়ে দিলেই যে কোনো শিল্পী ভাইরাল হতে পারেন। আর অপুর এমন মন্তব্যেই ক্ষেপেছেন ঢালিউড চিত্রনায়িকা রত্না কবীর।

অপু বিশ্বাসের নাম না নিলেও তার সেই মন্তব্যর সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে রত্না বলেছেন, শাকিব নাম নিলেই ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী! আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে! এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল, আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন। তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি!

এরপর এই নায়িকা আরও লিখেছেন, তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এত সহজলভ্য ছিল না। তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্তব্য বুঝে করা উচিত। মনে রাখবেন শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক-প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে।

রত্না বলেন, হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে! সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরো ভালো আছেন! প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারো তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে- এটাই কাম্য।

নায়িকার সেই স্ট্যাটাসে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার অপু বিশ্বাসের পক্ষ নিয়েও তার বক্তব্যর যৌক্তিকতা তুলে ধরেছেন।

নিউজনাউ/কেআই/২০২৩

X