alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

৪ আগস্ট নির্ধারিত হবে রাহুল গান্ধীর ভবিষ্যৎ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩, ০২:৩৯ পিএম

৪ আগস্ট নির্ধারিত হবে রাহুল গান্ধীর ভবিষ্যৎ

নিউজনাউ ডেস্ক: ‘মোদী’ পদবি অবমাননার মামলায় গেলো ২৩ মার্চ গুজরাটের সুরাত ম্যাজিস্ট্রেট আদালত দু’বছর জেলের সাজা দিয়েছিল রাহুলকে। এবার সেই মামলায় জেলের সাজার উপর স্থগিতাদেশ চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন করেছে সুপ্রিম কোর্টে। যা গৃহীত হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর। আগামী ৪ঠা আগস্ট সুপ্রিম কোর্টে নির্ধারিত হবে রাহুল গান্ধীর ভবিষ্যৎ।

শনিবার (২২ জুলাই) তাঁর অনলাইন আবেদনের জবাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর জানিয়েছেন যে রাহুলের আবেদন গৃহীত হয়েছে। বিচারপতি ডি এল গাভাই এবং বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ শুনানির পর রায় দেবে। 

 

২০১৯ সালের ১৩ এপ্রিল। এরপরই গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদি সুরতের আদালতে মানহানির মামলা করেন। সুরাট আদালত রাহুলকে মানহানির দায়ে অপরাধী সাব্যস্ত করে দু-বছরের জেল দেয়। রাহুলের সংসদ সদস্য পদ যায়। সংবিধানের ৮/ ৩ ধারা অনুযায়ী তার আট বছর নির্বাচন লড়ার অধিকার হারাম।সম্প্রতি গুজরাট হাইকোর্টে গিয়েছিলেন  রাহুল। কিন্তু তারাও নিম্ন আদালতের আদেশই বহাল রাখে। রাহুল এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 

রাহুল গান্ধী বলেছেন, কোনো সম্প্রদায়কে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিলো না। তিনি তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে ইন জেনারেল ওই কথা বলেছিলেন। কিন্তু, এরপর তাঁর জন্য যে শাস্তি বরাদ্দ হয় তা বেশ কঠিন হয়। তাঁর রাজনৈতিক ক্যারিয়ার এর জন্য বিপন্ন। ১১১ দিন ধরে তিনি যন্ত্রণা ভোগ করছেন। সাজা বহাল থাকলে তিনি আট বছর নির্বাচনে লড়তে পারবেন না। এটা তাঁর জন্যে মারাত্মক ক্ষতির কারণ হবে।  

নিউজনাউ/জব/২০২৩ 

X