নিউজনাউ ডেস্ক:
শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশ বনাম ভারত নারী দলের শেষ ওয়ানডে ম্যাচটি ড্র হয়েছে। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩ রান। আর বাংলাদেশের প্রয়োজন ১ উইকেট। দলের ভাগ্য তখন মারুফার হাতে। আর মারুফাও ভরসার প্রতিদান দিয়েছেন।
প্রথম দু'বলে দু'রান আসে। তৃতীয় বলটিতে মারুফার করা ডেলিভারিতে খোঁচা দিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন মেঘনা। তাতে ম্যাচ ড্র হয়। ফলে ১-১ এর সমতায় সিরিজও ড্র হয়েছে।
শনিবার (২২ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ফারজানার শতক এবং শামীমার অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ও ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ। জবাবে খেলতে নেমে শেষ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২৩ রান তোলে ভারত।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মারুফার দুর্দান্ত ডেলিভারিতে প্রথম উইকেট হারায় ভারত। পাঁচ ওভারের মধ্যে আরও একটি উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ভারতের হাল ধরেন স্মৃতি মান্দানা এবং হারলিন দেওল। তাদের করা ১০৭ রানের জুটি দলকে জয়ের অনেক কাছে নিয়ে যায়।
৫৯ রান করে স্মৃতি ফিরলে ভারত চাপে পড়ে যায়। এরপর ফিরেছেন হারমানপ্রীত কৌর (১৪)। নতুন করে জেমিমাহকে নিয়ে জুটি গড়েন হারলিন। তবে হারলিন (৭৭) দলীয় ২০০ রানের আগেই ফিরেন। খানিকপরে ফিরেন দীপ্তি শর্মাও। জেমিমাহ একপাশ থেকে ক্রিজ আগলে রাখলেও তাকে বেশিক্ষণ সঙ্গ দেওয়ার কেউ ছিলনা।
জয়ের খুব কাছাকাছি এসে নাহিদার স্পিন এট্যাকে জোড়া আঘাতে ভারতের ৯ উইকেট নাই হয়ে যায়৷ শেষ দুই ওভারে ৯ প্রয়োজন। ৪৯তম ওভারে ব্যবধান কমলেও, শেষ ওভারে মারুফার তৃতীয় বলে মেঘনা ফিরলে ২২৫ রানে সবগুলো উইকেট হারায় ভারত। যার ফলে ম্যাচ ড্র হয়।
নিউজনাউ/কেআই/২০২৩