alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

হাতিরঝিলে ঝাঁপ দেওয়া তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩, ১১:৫০ এএম

হাতিরঝিলে ঝাঁপ দেওয়া তরুণীর লাশ উদ্ধার

নিউজনাউ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া সেই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রিয়া নামের স্কুলপড়ুয়া ওই তরুণী রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী ছিলেন। 

রবিবার (২৩ জুলাই) হাতিরঝিল থানার এসআই মুকুল রঞ্জন রিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে গতকাল শনিবার (২২ জুলাই) রাতে পুলিশ প্লাজার পূর্ব পাশের ব্রিজ থেকে হাতিরঝিল লেকে ঝাপ দেয় রিয়া। একপর্যায়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করেন।

রিয়া বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাবা আহমেদ আলী একটি গার্মেন্টসে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি গাজীপুরে। তবে পরিবারসহ রিয়া রাজধানীর ভাটারা এলাকায় থাকতেন। 

এসআই মুকুল বলেন, গত শুক্রবার (২১ ‍জুলাই) বিকেলে পরিবারের সাথে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় রিয়া। পরে স্বজনরা ভাটারা থানায় বিষয়টি জানালে পুলিশ তাকে খুঁজতে অভিযানে নামে। এরপর শনিবার (২২ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে রিয়ার অবস্থান শনাক্ত হয়। পরে সেখানে গেলে পুলিশের গাড়ি দেখেই লেকের পানিতে ঝাপ দেয় রিয়া।

ওই সময় তাকে বাঁচাতে পাশেই অবস্থান করা নোমান নামে এক হাওয়াই মিঠাই বিক্রেতাও পানিতে ঝাঁপ দেয়। তবে রিয়া পানিতে তলিয়ে যাওয়ায় তার হদিস না পেয়ে নোমান ওপরে উঠে আসেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে রিয়ার লাশ উদ্ধার করে।

নিউজনাউ/জব/২০২৩  
 


 

X