alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের একুশের মঞ্চে সুপারহিট কে এই তরুণী?

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩, ০৪:২৭ পিএম

পশ্চিমবঙ্গের একুশের মঞ্চে সুপারহিট কে এই তরুণী?

নিউজনাউ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ‘জয়ী’ ব্যান্ডের অন্যতম সদস্য রাজন্যা হালদার।  

২১ জুলাই তৃণমূলের ছাত্র-যুবদের জন্য ছাড়া হয়েছে মঞ্চ। এমনকি দলের ত্যাগী নেতাদেরও থাকতে দেয়া হয়নি। ধর্মতলার উপচে পড়া ভিড়ে তীব্র ভাষণে মঞ্চ মাতালেন রাজন্যা হালদারের মতো মুখও। সেদিন মঞ্চ থেকে নজর কাড়লেন তৃণমূলের তরুণরা।    

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ‘জয়ী’ ব্যান্ডের অন্যতম সদস্য রাজন্যা হালদার। মাস কয়েক আগে ধর্মতলায় শহিদ মিনারের পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ২ দিনের ধরনা চলাকালীন তৃণমূল ছাত্র-যুবদের গান শুনে এই ব্যান্ডটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ৪-৫ জনের গানের দলকে নিজেই বেশ কিছু বাদ্যযন্ত্রও সরবরাহ করেন। সেই ব্যান্ডের সদস্যই প্রেসিডেন্সির ছাত্রী রাজন্যা।

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের যুবনেত্রী রাজন্যা হালদারের সাথে পরিচয় করিয়ে দেন উপস্থিত জনতার। তাঁকে বক্তৃতা রাখতে বলেন তিনি। সুযোগ পেয়ে মিনিট দশেকের টানটান বক্তৃতায় সভা মাতান রাজন্যা। মঞ্চে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন প্রেসিডেন্সির এই ছাত্রী। 

২১ জুলাইয়ের মঞ্চে চারটি গান গায় ‘জয়ী’র সদস্যরা। কী গান গাওয়া হবে তা ঠিক করে দিয়েছিলেন মমতা নিজে। পাশাপাশি গোটা বিষয়টিই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নজরদারি করতে বলেছিলেন মমতা। এমনকী রাজন্যাকে ২১ জুলাই মঞ্চে বক্তৃতা রাখতে দেওয়ার নির্দেশ আসে স্বয়ং দলনেত্রীর কাছ থেকেই।

২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে রাজন্যা বলেন, ''৩০ বসন্ত পেরিয়ে আজ স্বপ্ন দেখি, ধর্মতলায় নয়, ২০২৪-এ লালকেল্লার বুকে হবে ২১ জুলাই পালন।'' বক্তৃতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে আনেন রাজন্যা। তিনি বলেন, ‘কয়েক দশক আগে এক বাঙালি আমাদের বলেছিলেন দিল্লি চলো, আফশোষ হয়, সেদিন আমরা যেতে পারিনি। আজ ফের এক বাঙালি ডাক দিয়েছেন ইউনাইটেড ইন্ডিয়া হয়ে দিল্লি চলো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকব।

শহিদ দিবসে দলের তৈরি করে দেওয়া ‘থিম’ মেনে প্রতীক দেওয়া হলুদ সালোয়ার পরে মঞ্চে উঠেছিলেন রাজন্যা। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ছাতা’, ‘বটগাছ’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব প্রজন্মের ‘নয়নের মণি’ বলে সম্বোধন করেন তিনি। সকলকে শ্রদ্ধা জানিয়ে শুরু করেই দিলেন দিল্লি দখলের বার্তা।


নিউজনাউ/জব/২০২৩ 


 

X