alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

২০ হাজার ইয়াবা নিয়ে ঘুরছিলো ৩ যুবক, ধরলো পুলিশ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩, ০২:৫৫ এএম

২০ হাজার ইয়াবা নিয়ে ঘুরছিলো ৩ যুবক, ধরলো পুলিশ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ইপিজেড থানার খেজুড়তলা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

সোমবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১০টার দিকে নগরীর আউটার রিং রোডের খেজুরতলা বেঁড়িবাধ গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর জালিয়াপাড়া গ্রামের মো. আলমগীর (৪০), টেকনাফের জাদিমুড়া গ্রামের মো. ইরফান (২৫) এবং একই গ্রামের আবুল মো. আলী ওরফে মাহমুদুল হক (২৩)।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০টার দিকে খেজুরতলা এলাকা থেকে তিন যুবককে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। উদ্ধার ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। 

মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X