চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগের একাংশ। পরে প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তারা তালা খুলে দেয়।
ক্যাম্পাসে ঢুকে মূল ফটকের সামনে ফেসবুকে লাইভ করার সময় এ ঘটনার শিকার হন ছাত্রলীগ সভাপতি। তবে ধাওয়া খাওয়ার বিষয়টি অস্বীকার করে চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, 'কোনো ধাওয়া বা ঝামেলা হয়নি। আমি সমাবেশ করে শান্তিপূর্ণ ভাবে চলে এসেছি।'
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির একাংশের নেতা সাদাফ খান বলেন, সভাপতি রুবেলকে অবাঞ্ছিত ঘোষণা করার পরও সে ক্যাম্পাসে এসেছে এবং তার কর্মীদের সঙ্গে মিটিং করেছে, সেজন্য আমরা তাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে বিক্ষোভ মিছিল বের করেছি।
এই বিষয়ে চবি প্রক্টর ড. নুরুল আজিম শিকদার বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন স্বাভাবিক।
নিউজনাউ/পিপিএন/২০২৩