চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনীতে ছোট বোনকে বাঁচাতে আগুনে দগ্ধ হয়ে বড় তিন বোনের মৃত্যু হওয়া সেই পরিবারকে সমবেদনা জানাতে ছুটে গিয়ছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (২২ জুলাই) সকালে সন্তানহারা মিঠুন-আরতি দম্পতিকে গভীর সমবেদনা জানান তিনি।
এসময় তিনি বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নই। সন্তান হারানোর বেদনা সহ্য করা কোন পিতা মাতার পক্ষে সম্ভব নয়। মহান সৃষ্টিকর্তার কর্তার কাছে আপনাদের সন্তানের আত্মার শান্তি কামনা করি।
শিক্ষা উপমন্ত্রী বান্ডেল রোডের সেবকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাংলাদেশ হরিজন পরিষদ, চট্টগ্রাম জেলার সভাপতি বিষ্ণু দাশ, ঝান্না দাস, দিলীপ দাস, কৃষ্ণ দাশ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুন সকালে মা-বাবা কর্মস্থলে চলে যায়। চার বোন ছিল বাসায়। হঠাৎ বাসায় আগুন ধরে যায়। সবার ছোট আড়াই বছর বয়সী বোনটির যাতে কোনো ক্ষতি না হয়, তার শরীরের ওপর ‘মানবঢাল’ তৈরি করেন বড় তিন বোন। আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিন সপ্তাহের মধ্যে একে একে তিন বোনই মারা যায়। অগ্নিকাণ্ডের পরে তাৎক্ষণিক দগ্ধদের চিকিৎসা ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী।
নিউজনাউ/আরএইচআর/২০২৩