alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিজ্ঞান আন্দোলন মঞ্চ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩, ০৯:২১ পিএম

এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিজ্ঞান আন্দোলন মঞ্চ

চট্টগ্রাম ব্যুরো: বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম জেলার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় তাদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরষ্কারও বিতরণ করা হয়।

শনিবার (২২ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম জেলার সমন্বয়ক মিরাজ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন বাসদ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সঙ্গে সদস্য নিখিল দাশ, বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য স.ম ইউনুস, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক রায়হান উদ্দিন। 

বক্তারা বলেন ‘বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে ছাত্র, যুবক সহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদী মনন ও চিন্তা পদ্ধতি গঠন এর লক্ষ্যে পরিচালিত হয় বিজ্ঞান আন্দোলন মঞ্চ। শিক্ষা ও বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চা এবং জনমত তৈরি সহ আমরা আমাদের দেশের মুক্তিযুদ্ধ সহ অতীত সংগ্রামের ইতিহাস জানতে চাই। জানতে চাই বড় বড় মনীষীদের লড়াইয়ের জীবন, আবিষ্কারের মাহাত্ম্য। 

তারা বলেন, পাশাপাশি আমাদের প্রচেষ্টা রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং সমাজের প্রচলিত কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে মুক্ত করা। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও এসএসসি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X