নিউজনাউ ডেস্ক: কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিনের মেয়ে অভিনেত্রী জোসেফাইন চ্যাপলিন মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। খবর দ্য গার্ডিয়ান।
গত ১৩ জুলাই প্যারিসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চার্লি ও তার চতুর্থ স্ত্রী উনা ও’নিলের মেয়ে জোসেফাইন। তিনি চার্লি চ্যাপলিনের ১১ সন্তানের মধ্যে ষষ্ঠ ও উনার আট সন্তানের মধ্যে তৃতীয়।
উনা নোবেল বিজয়ী নাট্যকার ইউজিন ও’নিলের মেয়ে। বিয়ের সময় তার বয়স ছিল ১৮ বছর ও চার্লির ৫৩ বছর।
জোসেফাইন চ্যাপলিন ১৯৪৯ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে বাবার লেখা, পরিচালিত ও অভিনীত ‘লাইমলাইট’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার পর্দায় আসেন। তখন বয়স ছিল তিন বছর।
জোসেফাইন আরো কিছু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। যার মধ্যে দ্য ক্যান্টারবারি টেলস ও এ কাউন্টেস ফ্রম হংকং বেশি পরিচিত। এর মধ্যে দ্বিতীয়টির পরিচালক ছিলেন চার্লি চ্যাপলিন।
এছাড়া নুইটস রুজেস ও আওমব্রে ডিউন এটের মতো ফরাসি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। পরবর্তীতে প্যারিসে চ্যাপলিন পারিবারের অফিস পরিচালনায় যুক্ত হন জোসেফাইন।
এ অভিনেত্রী দুইবার বিয়ে করেছিলেন। তিনি তিন ছেলের মা। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে প্যারিসে জোসেফাইনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
নিউজনাউ/আরএইচআর/২০২৩