alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

১০ ঘণ্টা পর আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রকাশিত: ০৮ জুন, ২০২৩, ১১:১৬ পিএম

১০ ঘণ্টা পর আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু

নিউজনাউ ডেস্ক: ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে আনুমানিক দুপুর ২টা বেজে ৪৬ মিনিটে বাংলাদেশের একটি সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (৮ জুন) রাত ৩টা বেজে ৪৩ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবারো শুরু হয়। 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃক জারি করা একটি আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, আজ সকাল ৯টায় প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬০৭ মেগাওয়াট ছিল বলে জানা গেছে।

গতকাল আনুমানিক দুপুর ২টা বেজে ৪৬ মিনিটে বাংলাদেশের একটি সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে আদানি প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়।

এর ফলে প্রতিবেশী দেশ ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি থেকে দেশে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে।

এ ঘটনার পরপরই পিজিসিবি'র প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা দ্রুত সমস্যাটি চিহ্নিত করেন এবং গতকাল বিকেল ৩টা বেজে ৬ মিনিটে সঞ্চালন লাইনটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।

পাওয়ার প্ল্যান্টে সমস্ত প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করার পর আদানি কর্তৃপক্ষ রাত ৩টা ৪৩ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করে। 

নিউজনাউ/জব/২০২৩

X