নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি মাসের ১২ তারিখ সমাবেশের মধ্যদিয়ে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে বিএনপি। সেই দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা শুরু করেছে দলটি। আজ বুধবার ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রা আব্দুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে শুরু হওয়ার আগে থেকেই কার্যত অচল হয়ে পড়ে ঢাকা শহর। ফলে জনগণের ভোগান্তি পৌঁছায় চরমে।
শুধু পদযাত্রা নয় তার আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ শেষে পদযাত্রাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর আব্দুল্লাহপুর থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। এর ফলে সকাল ১০টা থেকে ঢাকার প্রবেশমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। উত্তরার উত্তরখান, দক্ষিণখান ও তুরাগসহ বিভিন্ন এলাকা থেকে সকাল ৯টা থেকে বিএনপি নেতাকর্মীরা নানা স্লোগান নিয়ে আসতে শুরু করে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।
সাধারণ যাত্রীরা বলছেন বুধবার সকালে বিএনপির পদযাত্রা শুরুর আগে থেকেই দলের নেতাকর্মীরা মহাসড়কের পাশে এসে অবস্থান নেয়। এ সময় আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। এদিকে বাসচালকরা বলছেন বুধবার দুপুর ১২টা থেকেই আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে একই স্থানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন তারা।
এদিকে বিএনপির পদযাত্রাকে ঘিরে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আব্দুল্লাহপুরসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. নাবিদ কামাল শৈবাল বলেন, ‘বিএনপির পদযাত্রাকে ঘিরে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। আমরা বিভিন্ন দিকে ঘুরিয়ে যান চলাচলের ব্যবস্থা করছি।’
আব্দুল্লাহপুরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে খিলক্ষেতের দিকে যাবে বিএনপির পদযাত্রা। পদযাত্রাটি কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা পর্যন্ত যাবে। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের সঙ্গে মিলিত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
আজকের পদযাত্রায় নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক।
নিউজনাউ/এমএইচ/২০২৩