alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৬ জনের

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ১০:১৬ এএম

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৬ জনের

নিউজনাউ ডেস্ক: সিলেটের খাগাইলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছেন।   

 

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর সন্ধ্যাগাও বিদ্যালয়ের সামনে ঘটেছে এই দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। 

সিলেট থেকে ভোলাগঞ্জগামি একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ৬ জনের মৃত্যু হয়েছেন। আর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। 

নিহতদের মধ্যে মো. কালন, আমির উদ্দিন নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ। বাকিদের নাম পরিচয় অনুসন্ধান করছে পুলিশ।

নিউজনাউ/জব/২০২৩ 


 

X