alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পামেক শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ০৯:৪৪ পিএম

পামেক শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচী

পাবনা প্রতিনিধি: পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরিবহন সংকট সমস্যার সমাধানসহ ৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থরা।

 বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী স্থগিত ঘোষনা করে শনিবার থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষনা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহন বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে সকল শিক্ষার্থীদের মূল ক্যাম্পাস থেকে নিজেদের অর্থায়নে পাবনা জেনারেল হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে। নিজস্ব পরিবহন না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। নিজস্ব পরিবহন বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে তারা হাসপাতালে যেতে পারছেননা। কলেজ কর্তৃপক্ষকে বারবার বলা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। 

পরিবহন সমস্যার পাশাপাশি আরো যে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা তার মধ্যে রয়েছে, হোস্টেল ও ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা, ক্যাম্পাসের দৃষ্টিনন্দন মূল ফটক নির্মান করা, কলেজের সম্মুখের ভাঙা সড়ক দ্রুত সংস্কার করা, ক্যাম্পাসের মধ্যে অবাধে বিচরণকৃত গবাদী পশু চড়ানো বন্ধ করা, ছাত্র হোস্টেলের ভেতরে জলাবন্ধতা দূর করা, হোস্টেল গুলোতে নিয়মিত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা, বিদ্যুৎ সমস্যার সমাধানসহ শিক্ষার্থীদের খেলা জন্য স্থায়ী মাঠের ব্যবস্থা। 

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ওবায়দুল্লাহ ইবনে আলি জানান, ক্লাস বন্ধ রেখে কখনো ডাক্তার হওয়া সম্ভব নয়। তিনি ক্লাস ও পরীক্ষা চালু রেখে দাবীগুলো পর্যায়ক্রমে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। 

নিউজনাউ/এমএইচ/২০২৩

X