প্রতিনিধি, রাজশাহী: গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তে হয়ে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডাঃ মো. তানজিলুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ০৯ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ০৫ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৫ই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি রাজশাহীতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর বাকি রোগী গুলো ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৩৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮ জুলাই একজন রোগীর মৃত্যু হয়েছে।
নিউজনাউ/এমএইচ/২০২৩