মাগুরা প্রতিনিধি: পারিবারিক কলহের জের স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী লাভলু দাস নামের এক ব্যক্তির খুনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খুনের অভিযোগে দ্বিতীয় স্ত্রী স্মৃতি দাস কে আটক করেছে।
আজ বরিবার (২৩ জুলাই) সকালে মাগুরা শহরের পৌর এলাকার সাহাপাড়ার ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায় দ্বিতীয় স্ত্রী স্মৃতি তার স্বামীকে চুরিকাঘাত করে।
মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার জানান, পরিবার থেকে দ্বিতীয় বিবাহ মেনে না নেওয়ায় নিহত লাভলু দাসের দ্বিতীয় স্ত্রী স্মৃতি দাসের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সে স্বামীকে ছুকাঘাত করে। ছুরিকাঘাতে মারাত্বক আহত লাভলু দাস কে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনের অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী স্মৃতি দাসকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আটক করা হয়েছে।
নিহত লাভলু দাস শহরের নিজনান্দুয়ালি গ্রামের তপন দাসের ছেলে। তিনি শহরতলী সাজিয়াড়ার ডাল এলাকার একটি সেলুনের দোকানে নর সুন্দরের কাজ করতেন।
জানা যায়, নিহত লাভলু দাসের প্রথম স্ত্রী লী দাসেরে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে স্মৃতি দাস (২৮) কে প্রথম স্ত্রীর অজান্তে বিয়ে করে শহরের সাহাপাড়ায় বাড়িতে ভাড়া থাকতেন।
নিউজনাউ/এমএইচ/২০২৩