লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপন করা হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
এবার দিবসটির প্রতিপাদ্য ছিলো "সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাবন"। দিবসটি উপলক্ষে রোববার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের ইলিশা চত্ত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মেহের নিগারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাইফুল আজম চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন ও মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা ও জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
নিউজনাউ/এমএইচ/২০২৩