alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ১৯ বছর পর

প্রকাশিত: ০৯ জুন, ২০২৩, ০৪:০৬ এএম

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ১৯ বছর পর

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে মো. আব্দুল করিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বুধবার (৭ জুন) হাটহাজারী থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার আব্দুল করিমের বাড়ি হাটহাজারী থানার ধলই এলাকায় বলে জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব আরও জানায়, ভূক্তভোগী ভিকটিম স্থানীয় একটি বালিকা স্কুলের নবম শ্রেণী’র ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে আসামী মো. আ. করিম তাকে প্রেমের প্রস্তাব দিত এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। কিন্তু ভিকটিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৪ সালের ২৬ অক্টোবর পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরণ করে করিম৷ এরপর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মামলা দায়েরের পর থেকে আসামি করিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত বিচার কার্যক্রম চলাকালে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বুধবার)  ১৯ বছর পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X