চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে জসীম উদ্দীন (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) ট্যাংক ফার্ম এলাকা থেকে ক্রেন বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত জসীম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের হালিশহর থানাধীন মাইজপাড়া এলাকায় বলে জানা গেছে।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, নিহত জসীম দৈনিক মজুরিতে কাজ করতেন। অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার এক পা ক্রেনের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে জসীমের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান বলেন, ‘ট্যাংক ফার্ম এলাকা থেকে আমাদের একটি ক্রেন বের হওয়ার সময় জসীম ক্রেনের উপর ছিলেন। ক্রেন চলন্ত অবস্থায় হঠাৎ তিনি চাকার নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’
‘এ ঘটনা তদন্তে ইস্টার্ন রিফাইনারি মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল) আমীর মাসুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ যোগ করেন তিনি।
নিউজনাউ/আরএইচআর/২০২৩