alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক হলেন সাজেদা সুরাত

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩, ০১:০০ এএম

মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক হলেন সাজেদা সুরাত

 


নিউজনাউ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজেদা সুরাত।

গত রবিবার (১৬ জুলাই) প্রকাশিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে তাকে শিক্ষা সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সাজেদা সুরাত লোহাগাড়া উপজেলার চুনতী শাহ সাহেব কেবলার দৌহিত্রী এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাদা জামাল আহমদ এর তনয়া।

তিনি দীর্ঘদিন যাবত মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন এবং সাতকানিয়া-লোহাগাড়া উপজেলাতে মহিলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সদা সচেষ্ট ছিলেন। সাজেদা সুরাত ছাত্রজীবন হতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বর্তমানে ঢাকা ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ এর সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। 

সাজেদা সুরাতকে অভিনন্দন জানিয়ে সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম বলেন, একজন সুযোগ্য ব্যক্তিকে উক্ত পদে নির্বাচিত করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি  এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাকে কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন পরে হলেও আমরা একজন উপযুক্ত কেন্দ্রীয় নেতৃত্ব পেলাম, যা উক্ত এলাকায় আমাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

সাজেদা সুরাত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন, মহিলা আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সাথে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X