চট্টগ্রাম ব্যুরো: রাঙ্গামাটি জেলার বরকল থানার একটি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ মিয়াকে (৭৩) দীর্ঘ ২৫ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম রাঙ্গামাটি জেলার বরকল থানার দিবাকুর কুটিছড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ১৯৯৮ সালের ২২ জুলাইয়ের একটি মামলায় আদালত আসামিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই রায়ে তাকে ৪ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আর এই সাজা থেকে বাঁচতেই তিনি আত্মগোপনে ছিলেন ২৫ বছর।
র্যাব কর্মকর্তা মো. নূরুল আবছার জানান, আসামিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজনাউ/আরএইচআর/২০২৩