alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পারিবারিক অশান্তি, বিষ খেয়ে প্রাণ দিলেন সাবেক সেনা সদস্য

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ০১:৪২ এএম

পারিবারিক অশান্তি, বিষ খেয়ে প্রাণ দিলেন সাবেক সেনা সদস্য

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় এক সাবেক সেনা সদস্য বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই সাবেক সেনা সদস্যের নাম দুলন দাশ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে অবসরে যান। 

জানা যায়, পারিবারিক অশান্তির কারণে দুলন দাশ তার মেজ ভাইয়ের বাড়িতে থাকতেন। সেখানে সোমবার বিষপান করেন তিনি। 

দুলন দাশের মেজ ভাই সমর কুমার দাশ বলেন, ২০২২ সালে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুলন। এরপর থেকে ভালোভাবে চলাফেরা করতে পারতেন না তিনি। একসময় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় আলাদা থাকতে শুরু করেন দুলন।   

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস। 

তিনি বলেন, সোমবার বিষপান করলে গুরুতর অবস্থায় রয়েল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X