alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় মিললো যুবকের লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩, ০৭:০৬ পিএম

সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় মিললো যুবকের লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে মো. এরশাদ (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে।  

শনিবার (২২ জুলাই) বিকেলে সাড়ের তিনটার দিকে বাড়বকুণ্ড  ইউনিয়নের ৭ নাম্বর ওয়ার্ডের কেএসআর এম গেইট এর বিপরীতে পাহাড়ি অঞ্চল থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মো. এরশাদ (৩৩) একই এলাকার নুর বক্সের ছেলে।  


সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) সজীব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করছি কেউ কুপিয়ে হত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X