alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে কলাপাড়ায় সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২৮ এএম

ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে কলাপাড়ায় সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

কলাপাড়া, প্রতিনিধি :

ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ উপজেলার আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে সভা অনুষ্ঠিত হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তরের অর্থায়নে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজন করে। এতে সভাতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য প্রানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর উপ-পরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর সিনিয়র সহকারী পরিচালক মো.ইয়াছিন, এসসিএম এফপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সঞ্জীব সন্ন্যামত।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, আন্তজার্তিক গবেষনা সংস্থা ওয়র্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ- এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি প্রমুখ।

এসময় কুয়াকাটা নৌ-পুলিশ,কোষ্টগার্ড,সমুদ্রগামী জেলে, মাঝি, ট্রলার মালিকআড়ৎদার, বর্ডার গার্ড সদস্য গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সমুদ্র দূষন মাইক্রোপ্লাস্টিক দূষন নিয়ন্ত্রনে জেলেদের করনীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।###

X