alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সেমিফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান, ভারত-বাংলাদেশ

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ০৯:১৭ পিএম

সেমিফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান, ভারত-বাংলাদেশ

 

নিউজনাউ ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। আট দলের টুর্নামেন্টে দুই গ্রুপ থেকে চার দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। শেষ চারে উঠেছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। 

শুক্রবার ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। কলম্বোর পি সারা ওভালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে।

ইমার্জিং এশিয়া কাপ

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান-২১ জুলাই-পি সারা ওভাল-সকাল ১০টা ৩০মি. (১ম সেমিফাইনাল)

বাংলাদেশ বনাম ভারত-২১ জুলাই-প্রেমাদাসা স্টেডিয়াম-দুপুর ২টা ৩০ মি. (২য় সেমিফাইনাল)

এ১ বনাম বি১-২৩ জুলাই-প্রেমাদাসা স্টেডিয়াম-দুপুর ২টা ৩০ মি. (ফাইনাল)

দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই সেমিফাইনাল থেকে দুই দল ফাইনালে খেলবে। ফাইনাল ম্যাচটি ২৩ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। 

এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরে ওমান ও আফগানিস্তানকে হারিয়ে শেষ চারে উঠেছে সৌম্য সরকার, তানজিম সাকিবদের বাংলাদেশ। ভারত গ্রুপ পর্বে নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এসেছে।

নিউজনাউ/এমএসি/২০২৩
 

X