alo
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ইমার্জিং এশিয়া কাপ

বড় ব্যবধানে ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩, ১০:২৮ পিএম

বড় ব্যবধানে ভারতকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়

নিউজনাউ ডেস্ক: ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

রবিবার (২৩ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১২৮ রানের বিশাল জয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এনিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো তারা।

তৈয়ব তাহিরের ৬৬ বলের সেঞ্চুরির সাথে দুই ওপেনার সাইম আইয়ুব ও শাহিবজাদা ফারহানের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে পাকিস্তান। ৩৫৩ রান তাড়া করার চাপ নিতে পারেননি ভারতের ব্যাটাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। দুই ওপেনারের জুটি ভাঙে দলীয় ৬৪ রানের মাথায় সাই সুদর্শনের (২৯) বিদায়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন আরেক ওপেনার অভিষেক শর্মা।

অভিষেকের বিদায়ের পর শুরু হয় ভারতের ব্যাটিংয়ের বিপর্যয়। ৩ উইকেটে ১৫৭ রান করা দলটি দুইশতে পৌঁছানোর আগেই তাদের ৮ ব্যাটার প্যাভিলিয়নে। ধুল বিদায় নেন ৩৯ রান করে।
পাকিস্তানের জয় তখন ছিল সময়ের ব্যাপার।

৪০তম ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিম ভারতকে গুটিয়ে দেন ২২৪ রানে।

২০১৯ সালে আগের আসরে বাংলাদেশকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে শ্রীলঙ্কার সাথে এখন তারাও যৌথভাবে সর্বাধিক চ্যাম্পিয়ন।

নিউজনাউ/এইচকে/পিপিএন/২০২৩

X